
বুধবার ২৮ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: কান ফিল্ম ফেস্টিভ্যালে এ যেন এক আবেগঘন মুহূর্ত! একদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউডি অভিনেতা রবার্ট ডি নিরো পেলেন লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান, অন্যদিকে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের হাজির তাঁর দ্বিতীয় পরিচালিত ছবি 'তনভি দ্য গ্রেট'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে। এই দুই শিল্পীর পুনর্মিলন দেখা গেল ফ্রান্সের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসব কান-এ, যেখানে তাদের বন্ধুত্বের উষ্ণতায় ভরে উঠল চারপাশ।
২০১২ সালে সিলভার লাইনিংস প্লেবুক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনুপম খের এবং রবার্ট ডি নিরো। এর পর বেশ কয়েকবার তাঁরা দেখা করেছেন, চুটিয়ে আড্ডা মেরেছেন। সেসব মুহূর্তের ছবি, ভিডিও-ও নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই হইচই ফেলেছে। তারপর দীর্ঘ বেশ কয়েক বছরের বিরতি। তাই স্বভাবতই এত বছর পর ফের দেখা হওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি কেউই। ইনস্টাগ্রামে অনুপম একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ডি নিরো তাঁকে জড়িয়ে ধরেন, এমনকি গালে সস্নেহে একটি চুমুও দেন।
ভিডিওর সঙ্গে একটি আবেগঘন নোটও লেখেন অনুপম: "কান-এ দেখা হলো আমার প্রিয় বন্ধু রবার্ট ডি নিরো, তাঁর স্ত্রী টিফানি ও কন্যা জিয়ার সঙ্গে। তাঁদের ভালবাসা ও আপ্যায়নে অভিভূত আমি। 'পালমে ডি'অর ' সম্মান পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানালাম।" তিনি আরও জানান, নিজের ছবি তনভি দ্য গ্রেট-এর মূল চরিত্র শোভন অভিনেত্রী শোভঙ্গী এবং অন্যান্য ক্রু সদস্যদেরও ডি নিরোর সঙ্গে পরিচয় করিয়ে দেন অনুপম। অভিনেতা বলেন, "আমাদের ছবির প্রথম পোস্টার দেখালাম ডি নিরোকে, তাঁর বেশ পছন্দ হয়েছে। এত ভালবাসা, এত উষ্ণতা, এত হৃদয়স্পর্শী আলিঙ্গন… কৃতজ্ঞ আমি। ডি নিরো আমার জীবনের আশীর্বাদ।"
উল্লেখ্য, তনভি দ্য গ্রেট ছবির প্রিমিয়ার হচ্ছে ১৭ মে কান ফেস্টিভ্যালে। ছবিতে অভিনয় করছেন করণ টাকর, বোমান ইরানি, জ্যাকি শ্রফ, আরবিন্দ স্বামী এবং গেম অফ থ্রোনস খ্যাত ইয়ান গ্লেন।
আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?
আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?
নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ
প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!
‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?
‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?
৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?
‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?
রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?
'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?